সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক বলেছেন, উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এখন জাতীয় পার্টির বিকল্প নেই। মানুষ জানে জাতীয় পার্টি দুর্নীতি লুটপাটের দল নয়৷ এজন্য লাঙ্গল প্রতীকে সিলেট ৩ আসনের জনগনকে ভোট দেওয়ার আহবান জানাই। আমি জনগণের সেবক হতে চাই, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুর্নীতি করতে আসিনি।
তিনি বলেন, আমার গণসংযোগ ও পথসভায় ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি দেখে আমি অভিভূত। আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী ২৮ জুলাইর নির্বাচনে অত্র এলাকার জনগণ তাদের প্রিয় প্রতীক লাঙ্গলে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি সবসময় আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকব ইনশাআল্লাহ।
শনিবার জালালপুর ইউনিয়নের রায়খাইল, নিজ জালালপুর, মাইজভাগ, ইসলামপুর, সমসপুর, বৈরাগী বাজার, সব্দলপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবিব মইন, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম, সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতি ফয়জুল ইসলাম ফয়েজ, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান সুফন, সাধারণ সম্পাদক মিলন মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি