সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল মার্কায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজারের নিজ বাড়িতে নির্বাচনী মত-বিনিময় করেন।
মত বিনিময়ে আতিকুর রহমান আতিক বলেন, আমি কোন হাইব্রিড নেতা নই। এই অঞ্চলের মানুষের সাথে আমি ৪১ বছর ধরে আছি। আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে অনেকবার জনগণের কাছে গিয়েছি। এবার আবারও জনগণের সেবা করার সুযোগ পাওয়ার ইচ্ছাপোষণ করে আবারও আমি লাঙ্গল মার্কায় ভোট চাই। জনগণ আমাকে যদি তাদের সেবা করার সুযোগ দেন তবে আমি ইনশাআল্লাহ আমানতের খেয়ানত করব না।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সিলেট ৩ আসনের উন্নয়নের জন্য কাজ করব। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প কারখানা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলব। রাস্তাঘাটের উন্নয়ন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি। এজন্য আমি রাস্তাঘাট নির্মাণের জন্য কাজ করব।
তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন – আমি জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা লাঙ্গলের জন্য কাজ অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু – সুন্দর অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।