সরকারের বিভিন্ন প্রতিষ্টানে চাকরি করে একেকজন নিজেকে দেশের মালিক মনে করে চেয়ারে বসে আছেন, আমরা সাধারণ নাগরিকদের স্যার বলে সম্মোধোন করতে শিখুন, রাজনীতিবিদদের সম্মান করুন, আপনারা আগে না একজন রাজনীতিবিদ আগে সেই প্রতিযোগিতায় আপনারা করলে এর চরম ফল ভোগ করতে হবে।
এ দেশের সকল ক্লান্তিলগ্নে দেশবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলার আন্দোলন সংগ্রামে রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে বেশি। যখন দেশের দুঃসময় আসে তখন শার্ট প্যান্ট টাই পড়া অফিসরা লেজ গুটিয়ে পালাতে দেখেছি, কিন্তু রাজনীতিবিদরা অপশক্তির বুলেটের সামনে বুক পেতে দিতে দেখেছি।
সারাদিন দেশ প্রেমের লোকদেখানো নাটকবাজ আমলাদের এসির নিচে আরামে বসে থাকতে দেখেছি। আমলা নির্ভর দেশ নয়”রাজনীতি নির্ভর দেশটাই আমাদের কাম্য।
” আমলাতন্ত্র নিপাত যাক
রাজনীতিবিদরা মুক্তি পাক ”
লেখকঃ মায়দুল হোসেন মনোয়ার, সিলেট সদর উপজেলা ছাত্রলীগ নেতা।