আনহার মিয়ার পিতার মৃত্যুতে এড. মন্টুর শোক প্রকাশ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার পিতা গতকাল সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন…..
তার মৃর্ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকির মন্টু।
তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন, তিনি ছিলেন আওয়ামী পরিবারের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার হাত ধরেই বালাগঞ্জে আওয়ামী লীগের ব্যাপক প্রসার ঘটেছিল। তার সন্তানও এখন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।