ছাতকের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল মোহন বিশ্বাস দীর্ঘ ৩১ বছর ৪ মাস ১০ দিনের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর বিদায় উপলক্ষ্যে গতকাল (৩০,০৩,২২ ই.) সহকারী শিক্ষক সবিনয় আহমদ ও আলমাছ আলীর উপস্হাপনায় প্রধান শিক্ষক আবু রায়হান খানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি লন্ডন প্রবাসী আব্দুল জলিল,
বিশেষ অতিথি ছিলেন কমিটির অন্যান্য সদস্য ওসমান আলী, মিজানুর রহমান,ছালিক রহমান,লায়লা আক্তার , সোহেল আহমদ ও আশরাফুল ইসলাম সিরাতুল।
বিদায়ী শিক্ষক উজ্জ্বল মোহন তাঁর শিক্ষকতা পেশার বিভিন্ন স্মৃতিচারণা করতে গিয়ে কাঁন্নায় ভেঙে পড়েন এ সময় এক হলে এক নীরব নিস্তব্ধতা সৃষ্টি হয়।অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন।
বাবু উজ্জ্বল মোহন ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,সত্যের পথে থাকবে যদিও কঠিন মনে হয় আর তোমরা যদি সত্যের পক্ষে থাক তাহলে পৃথীবির কোনো শক্তি-ই তোমাদের পরাজিত করতে পারবে না।লেখাপড়া করে বড় হও, দেশ ও জাতির গর্বিত সন্তান হও।পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্যের অনুষ্ঠানে ইতি টানা হয়।