গতকাল শনিবার রাত অল দ্যা বেস্ট একাডেমি “কর্তৃক আয়োজিত আজকের শিশুরা অতীতের শিশুদের থেকে ভাগ্যবান শিরোনামে ” বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুস্টিত হয়েছে ।
প্রতিদিনের অন্যান্য আয়োজনের ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও অল দ্যা বেস্ট একাডেমির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামের সঞ্চালনায় ও সিনিয়র ব্যাংক অফিসার ফখরুল ইসলাম আল হাদির সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল অনুস্টানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্টিত ভার্চুয়াল এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন
মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেকুজ্জামান ভূইয়া এবং একই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক রুকসানা সুলতানা, শেরপুর শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক তাওহীদুল আলম।
সংযুক্ত ছিলেন বিতর্ক আয়োজন কমিটির সদস্য কৃষি ও পরিবেশ পরিবেশ অধিদপ্তরের অডিটর শাহারুল আলম, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম জনি, আক্তারুল ইসলাম সহ আরো অনেকেই।
“আজকের শিশুরা অতীতের শিশুদের চেয়ে ভাগ্যবান” শিরোনামে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এর পক্ষে ছিলেন টিম-” সি”‘র সদ্যসবৃন্দঃ
১. জাবেদ মিয়া (জাবি) ২. কায়কোবাদ(ঢাবি) ৩.গোলাম রাব্বী( বিতার্কিক ঢাবি)
এদের মধ্যে টিম লিডার হিসেবে ছিলেন গোলাম রাব্বী।
এবং এর বিপক্ষে অবস্থান করছিলেন টিম এফ এর সদস্যবৃন্দ যথাক্রমেঃ ১.বাপ্পি চন্দ্র কে.ছি (জাবি) ২.আজিজুল হাকিম( জাবি) এবং আকলিমা আখি (ঢাবি)
এফ টিমের দলনেতার দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিতার্কিক । অবশেষে এফ গ্রুপের প্রতিপক্ষ দল সি গ্রুপকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয়। সংযুক্ত অতিথিগণ উক্ত অনু্ষ্ঠানটির বিতার্কিকদের বক্তব্য শুনে তাদের এই অসাধারণ কৃতিত্বের প্রশংশা করেন,এবং অল দ্যা বেস্ট একাডেমির এই আয়োজনকে অভিনন্দন জানান এবং এটি নৈতিক মূলবোধসম্পন্ন মানুষ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন, সাথে সাথে এই এই প্লাটফর্মের সফলতাও কামনা করে উক্ত অনুষ্টানের ইতি টানেন।
জালালাবাদ /৭৯৯৯