বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩০ জুলাই ২০২২ ইং ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৪১ সদস্য বিশিষ্ট (আগামী ৩ মাসের জন্য) আহবায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়।
কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ কে আহবায়ক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন – যুগ্ন আহবায়ক নাইমুর রহমান নাইম, শেখ মো. মাহাদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম,সাইদুল ইসলাম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসীম, নাইম আহমদ চৌধুরী, আরাফাত রহমান শাহ আবির, রেজাউর রহমান রেজু। সদস্য – দেবব্রত পাল দ্বীপ, আব্দুস সালাম রবিন, রুবেল আহমদ, রবিউল ইসলাম হিমু, শরীফ আহমদ, জায়দুল ইসলাম, আশরাফ জাকারিয়া, নুরুল ইসলাম রিয়াজ, হোসাইন ইমরান , আবু তালহা মিজান, ওমর ফারুক জেমস্, সেহান উদ্দিন সেজু, এস এম খালেকুজ্জামান রিফাত, আনোয়ারুল আজীম খান, সৌরভ দাস, উজ্জ্বল দাস, মোক্তাহিদ আহমেদ খান আবির, দেবজৌতি দে নব, সুলতান মাহমুদ, নাবিদ আহমেদ, মহসীন উদ্দিন মান্না, রাশেদ মামুন, মাসুম আহমদ, রাজু আহমদ, দেওয়ান জনি, লুতিফুর রহমান রুহান, নিয়ামুল হাসান জয়, দ্রব মজুমদার, শাহিদুল আলম তপু, স্বরণ রহমান।
উল্লেখ্য পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০২২ সালে কমিটি বিলুপ্ত হয়।